সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ একটি হত্যা মামলার সন্দিগ্ধ ও দুটি ডাকাতি মামলার পলাতক আসামি রবিউল মোল্লাকে গ্রেপ্তার করে শনিবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

গ্রেপ্তার রবিউল মোল্লা উপজেলার আড়াইহাজার  পৌর সদরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কৃষ্ণপুরা গ্রামের শব্দর মোল্লার ছেলে। তার নামে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলাসহ নরসিংদী থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। 

তাছাড়া রবিউল মোল্লা উপজেলার গোপালদী পৌর সদরের বালুয়াকান্দি গ্রামের শফিকুল হত্যা মামলার সন্দিগ্ধ আসামি বলে পুলিশ জানায়। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন গত কিছুদিন যাবত তাকে গ্রেপ্তার করতে থানা পুলিশ অভিযান চালায়, অবশেষে তাকে আমরা দীর্ঘদিন পলাতক থাকার পর গত শুক্রবার দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

টিএইচ